• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা: ওয়ার্ড কাউন্সিলরকে প্রধান আসামি ক‌রে মামলা,আটক ৩

  • ''
  • প্রকাশিত ০৭ মে ২০২৪

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচ‌নে চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুনের উপর হামলা ও অপহরণ চেষ্টার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। আজ মঙ্গলবার(৭ মে) সকা‌লে আবু আহাদ বাদী হ‌য়ে ১১ জ‌নের নাম উল্লেখ ক‌রে কুষ্টিয়া ম‌ডেল থানায় মামলা‌টি দায়ের ক‌রে‌ছেন। মামলায় পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষ(জগত)কে প্রধান আসামি করা হ‌য়ে‌ছে। এছাড়া হামলার ঘটনায় জড়িত থাকায় ৩ জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। ঘটনার পর থেকে কাউন্সিলর পলাতক রয়েছে।

আটককৃতরা হ‌লেন, পৌর ১০ নং ওয়ার্ডের চর‌মিলপাড়া এলাকার রেজাউল করিম(৩৫),শহীদ(৩৩) ও গিরিশ শাহিম(৩২। এরা সবাই কাউন্সিলর জগ‌তের সমর্থক। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা মামলা ও আটকের সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা কিশোর কুমার ঘোষ জগতের নেতৃত্বে তার সমর্থকরা চেয়ারম‌্যান প্রার্থী আবু আহাদের নির্বাচনী অফিসে ঢু‌কে তা‌কে মারধর ও অপহরণের চেষ্টা ক‌রে। আহত অবস্থায় তাকে রা‌তেই কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন। আতা আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এম‌পি মাহবুবউল আলম হা‌নি‌ফের চাচা‌তো ভাই।

প্রার্থী আবু আহাদ আল মামুন ব‌লেন,থানায় মামলা দায়ের করেছি। ত‌বে মামলার আসামি কার‌া জান‌তে চাইলে তি‌নি বল‌তে পা‌রেন‌নি। তিনি বলেন,আমি শা‌রিরীকভা‌বে প্রচন্ড অসুস্থ। হামলাকারীরা আমার মাথা,বুক ও পি‌ঠে আঘাত ক‌রে‌ছে।

বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা জানান,যারা হামলার সাথে জড়িত তারা দলের বা তার কোন কর্মী সমর্থক নয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ সোহেল রানা বলেন,১১ জনের নাম উল্লেখ ক‌রে বাদী মামলা ক‌রে‌ছেন। মামলার প্রধান আসামি করা হ‌য়ে‌ছে কিশোর কুমার ঘোষ‌ জগত‌কে। হামলার সাথে জড়িত থাকার অ‌ভি‌যো‌গে রা‌তেই তিনজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। বা‌কি‌দের ধর‌তেও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads